
বর্তমান ইউপি সদস্য মোঃ হাসিবুল ইসলাম একই গ্রামের মোঃ আলাউদ্দিন এর মেয়ে মোছাঃ নিলামা আকতার কে প্রেমের ফাঁদে ফেলে গোপনে নিয়ে পালিয়ে যায়।নিলিমার পিতা বাদী হয়ে হরিপুর থানার মামলা নং-৭, তাং-২৭/০৭/২২ খ্রিঃ, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/০৩) এর ৭, এর ধারায় এজাহার করেন,( ১)মোঃ হাসিবুল ইসলাম ওরফে বাদিয়া (৪৩),(ইউপি সদস্য ০১নং ওয়ার্ড, ০৬নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদ, হরিপুর, ঠাকুরগাঁও), পিতা-মৃত ইয়াজ উদ্দিন, সাং-মাগুড়া, থানা-হরিপুর, জেলা–ঠাকুরগাঁও।
গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর থানা পুলিশের চৌকস দল ঢাকা সাভার থানার সহায়তায় গত ইং-২৮/০৮/২০২২ তারিখ ঢাকা জেলার সাভার থানাধীন ফুলবাড়ীয় রংপুরিয়া বাজারের রাজার ঘাট নামক স্থান হইতে গ্রেফতার করে, ভিকটিম মোছাঃ নিলিমা আক্তার (১৪) কে উদ্ধার করা হয়। ভিকটিমের জবানবন্দি গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় এবং গ্রেফতারকৃত আসামী মোঃ হাসিবুল ইসলাম ওরফে বাদিয়া (৪৩), কে অদ্য ইং-২৯/০৮/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।