![](https://crimepatrolbd.com/wp-content/uploads/2016/11/Court.jpg)
নিজস্ব প্রতিবেদক : পরিবেশ ছাড়পত্র না নেওয়ায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় তিনটি ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এসব ইটভাটা হলো- মেসার্স রুমি এন্টারপ্রাইজ ব্রিকস প্রাইভেট লিমিটেড, মেসার্স বিবিআই এন্টারপ্রাইজ ব্রিকস প্রাইভেট লিমিটেড ও মেসার্স এমকেবি ব্রিকস প্রাইভেট লিমিটেড।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন সৈয়দা আফসার জাহান ও মোনায়েম নবী শাহীন।
পিরোজপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, পিরোজপুরের ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
আইনজীবীরা জানান, দীর্ঘদিন ধরে পরিবেশ ছাড়পত্র না নিয়ে বেআইনিভাবে ইটভাটাগুলো চলছে। এতে ওই এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এ অবস্থায় এলাকাবাসীর পক্ষে সুপ্রিম কোর্টের শিক্ষানবীশ আইনজীবী মাহদিয়া বুশরা হাইকোর্টে রিট করেন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে আদালত এসব ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।