ভারতপন্থি ২২ ‘সন্ত্রাসী’কে হত্যা করল পাকিস্তান

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান (আইবিও) চালিয়ে ভারতপন্থি ২২ ‘সন্ত্রাসী’কে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। খবর দ্য ডনের।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, সোমবার নিরাপত্তা বাহিনী ভারতের এজেন্ট হিসেবে পরিচিত নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্যদের উপস্থিতির খবর পেয়ে ওই অভিযানে অংশ নেয়। পাকিস্তান তাদের ‘ফিতনা আল খাওয়ারিজ’ নামে উল্লেখ করে থাকে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘অভিযানের সময় আমাদের বাহিনী সন্ত্রাসীদের অবস্থানে কার্যকরভাবে আঘাত হানে এবং তীব্র বন্দুকযুদ্ধের পর ২২ খাওয়ারিজকে হত্যা করা হয়।’

এছাড়া এলাকাটি সন্ত্রাসী-মুক্ত করতে ‘স্যানিটাইজেশন অপারেশন’ চলমান রয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

আইএসপিআর আরও জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতেই চলবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানান। তিনি বলেন, আজম-ই-ইস্তেহকামের নীতির অধীনে সন্ত্রাসবিরোধী যুদ্ধে তারা ‘বড় সাফল্য’ অর্জন করছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসবিরোধী অভিযানে পুরো জাতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। আমরা দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।’