
আল-আমিন নীলফামারীঃ ভারতীয় তৈরী নিষিদ্ধ নেশাজাত ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী র্যাবের জালে আটক।
র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২, নীলফামারীর একটি আভিযানিক দল অদ্য ১৬ জুলাই ১৭.২০ ঘটিকায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ২নং গুড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যগুড্ডিমারী গ্রামস্থ মধ্যগুড্ডিমারী হইতে সীমাবাড়ীগামী মধ্যগুড্ডিমারী ব্রীজের উপর অভিযান পরিচালনা করে ৫৮ (আটান্ন) বোতল ফেন্সিডিল (নেশাজাতীয় মাদক কোডিন) এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১ (এক)টি মোটরসাইকেলসহ ০১ (এক) জন আসামী মোঃ শহিদুল ইসলাম(৪০), পিতা-মৃত আব্দুল আজিজ, সাং-উত্তর শিংগীমারী, থানা-হাতীবান্ধা, জেলা-লালমনিরহাটকে হাতেনাতে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।