ক্রীড়া ডেস্ক : ভারতীয় ক্রিকেটে ১ রানে হারের যেন হিড়িক পড়েছে!
ফ্লোরিডার লডারহিলে গত শনিবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১ রানে হেরেছিল ভারত। জয়ের জন্য শেষ বলে ২ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এবার ৫০ ওভারের ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের কাছে ১ রানে হারল ভারত ‘এ’ দল। চার দিনের ব্যবধানে দুটি ১ রানের হার দেখল ভারতীয় ক্রিকেট!
মঙ্গলবার কুইন্সল্যান্ডে আগে ব্যাট করতে নেমে নিক ম্যাডিনসন (১১৮) ও কুরটিস প্যাটারসনের (১১৫) দারুণ সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩২২ রান তুলেছিল অস্ট্রেলিয়া ‘এ’ দল।
বড় লক্ষ্যে খেলতে নেমে ভালোই জবাব দিচ্ছিল ভারত ‘এ’ দল। সফরে মনিশ পান্ডের দ্বিতীয় সেঞ্চুরিতে (১১০) জয়ের পথেই ছিল সফরকারীরা।
শেষ ওভারে ভারত ‘এ’ দলের জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান, হাতে ৪ উইকেট। তখনও এক প্রান্তে ৮৪ রানে অপরাজিত সঞ্জু স্যামসন।
কেন রিচার্ডসনের করা শেষ ওভারের প্রথম চার বল থেকে ৬ রান নিতে পারে সফরকারীরা। পঞ্চম বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন স্যামসন। জয়ের জন্য শেষ বলে চাই ৩ রান। কিন্তু শেষ বলে এক রান পূর্ণ করে দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউটে কাটা পড়েন শার্দুল ঠাকুর। ফলে ১ রানের রুদ্ধশ্বাস জয় পায় স্বাগতিকরা।
এই ম্যাচ হারলেও চার দলের এই সিরিজের ফাইনালে খেলবে ভারত ‘এ’ দল। ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ‘এ’ দলই।