ভারতীয় সেনাদের গোলায় চার পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রণরেখায় (এলওসি) পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে ভারতীয় সেনাদের গুলিতে চার বেসামরিক পাকিস্তানি নিহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও কর্মকর্তাদের বরাত দিয়ে ডন অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

কোটলি জেলার দক্ষিণ-পূর্বাঞ্চলে কেরি সেক্টরে শনিবার সকালে এ ঘটনা ঘটে। সহকারী কমিশনার রাজা আরিফ মাহমুদ জানিয়েছেন, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ভারতীয় সেনারা গোলা নিক্ষেপ শুরু করে।

আরিফ মাহমুদ আরো বলেন, ভারতীয় সেনারা থেকে থেকে ভারী গোলাবর্ষণ করে। ওই এলাকায় তারা বেশ কিছু সময় ধরে গোলা নিক্ষেপ করে।

তিনি আরো বলেন, সাবজকোট নামে গ্রামের একটি বাড়িতে একটি গোলা আঘাত করে। এই আঘাতে ওই বাড়ির এক কিশোর, তার ছোট বোন ও তার চাচাতো ভাই নিহত হয়।