
কূটনৈতিক প্রতিবেদকঃ ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত সুষমা স্বরাজকে স্মরণ করেছে ঢাকায় দেশটির হাইকমিশন। বুধবার (৭ আগস্ট) এক বার্তায় তাকে স্মরণ করা হয়।
ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া ওই বার্তায় বলা হয়, ‘এই দুঃখের সময়টিতে আমরা আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্মরণ করছি। তার উত্তরাধিকার সর্বদা তাকে স্মরণ করবে। তার আত্মা শান্তিতে থাকুক।’
সুষমা স্বরাজের ঢাকা সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের একটি ছবিও ফেসবুকে পোস্ট করেছে ভারতীয় হাইকমিশন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিগত মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা সুষমা স্বরাজ মঙ্গলবার (৬ আগস্ট) রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।