ডেস্ক রিপোর্ট : দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ উদ্বেগের বিষয়টি জানাতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি। রোববার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।
সুষমা স্বরাজ সাংবাদিকদের বলেন, ‘আমি ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলেছি এবং তাকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা ও মঙ্গলের বিষয়ে আমাদের গভীর উদ্বেগের কথা অবহিত করতে বলেছি।’
সম্প্রতি ফেসবুকে ধর্ম অবমাননাকর একটি পোস্টকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুটি মন্দির ও হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িঘর ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩৩জনকে আটক করেছে পুলিশ। তবে এরপরেও শনিবার সন্ধ্যায় আবারও একটি বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।