
ভারতের কৃষক আন্দোলন নিয়ে আন্তর্জাতিক চাপে আছে নরেন্দ্র মোদি প্রশাসন।
বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্টজনরা কৃষকদের সমর্থন জানানোয় এবার চটেছেন, কৃষক আন্দোলন বিরোধীরা। কৃষকদের বিক্ষোভে যারা সমর্থন দিয়েছেন তাদের কুশপুতুলও দাহ করা হয় এ সময়।
মোদি প্রশাসনের পক্ষে কৃষকদের বিরুদ্ধে এক আন্দোলনকারী বলেন, ‘বিদেশি কেউ আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলবেন তা হতে পারে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।
আরেক আন্দোলনকারী বলেন, ‘আমাদের আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আটক হয়েছেন। আমরা দাবি জানাচ্ছি তাদের দ্রুত মুক্তি দিতে। এছাড়া আরও যাদের আটক করা হয়েছে, তাদেরও মুক্তি দিতে হবে।’
কৃষকবিরোধী বিক্ষোভের মধ্যেই দিল্লিতে কৃষি আইন বিরোধী আন্দোলন এখনও চলছে। পুলিশি বাধা উপেক্ষা করে তারা সমাবেশ করেন।
এ অবস্থায় কৃষকদের সঙ্গে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ আইনপ্রণেতারাও শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার পরামর্শ দিয়েছেন।