ক্রীড়া ডেস্ক : ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট তিনদিনেই শেষ হয়ে যায়। তাতে ভারত হার মানে ৩৩৩ রানে। ৪ মার্চ বেঙ্গালুরুতে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। তার আগে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড একটি ধাক্কা খেতে যাচ্ছে। ভারত দলের বর্তমান পৃষ্ঠপোষক স্টার ইন্ডিয়া। তাদের সঙ্গ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই মার্চে। কিন্তু কয়েকটি বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি নবায়ন করছে না স্টার ইন্ডিয়া। আর চুক্তি নবায়ন না করার পেছনের কারণ হিসেবে অনেকে ভারতের ৩৩৩ রানের হারটিকে দেখছেন।
প্রতিবেদন অনুযায়ী স্টার ইন্ডিয়া ভারতের ক্রিকেটের ভবিষ্যত পারফরম্যান্সের বিষয়টি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ বিষয়ে স্টার ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা উদয় শঙ্কর সংবাদ মাধ্যমকে বলেন, ‘আমরা খুবই গর্বিত যে এতোদিন ভারত দলের টিম জার্সিতে আমাদের নামটি শোভা পেয়েছে। তবে ভবিষ্যতের অনিশ্চয়তার বিষয়টি চিন্তা করে আমরা আর ভারত দলের পৃষ্ঠপোষক হওয়ার জন্য নিলামে অংশ নিচ্ছি না।’
তিনি আরো বলেন, ‘আসলে আইসিসি ও বিসিসিআইয়ের মধ্যে সম্পর্কের বিষয়ে এখনো আমরা পরিস্কার কোনো ধারণা পাইনি। আর সেটাই এখন সবচেয়ে বড় দুঃশ্চিন্তার বিষয় আমাদের জন্য। আসলে ক্রিকেটের রাজনীতির সঙ্গে আমরা লড়াই করতে পারি না। এ বিষয়ে আমরা কিছু বলতেও পারি না। বর্তমান সময়ে ক্রিকেটের পেছনে আমরা যে পরিমাণ বিনিয়োগ করেছি আর কোনো মিডিয়া কোম্পানি এ পরিমাণ কখনোই করেনি। ক্রিকেটের পেছনে আমাদের বিনিয়োগের পরিমাণটা কয়েক বিলিয়ন ডলার। সে কারণে ব্যবসায়ের ঝুঁকি আমাদের জন্য খুবই বেশি।’
স্টার ইন্ডিয়া ভারতের দ্বিপাক্ষিক প্রতিটি ম্যাচের জন্য ২ কোটি রূপি বিসিসিআইকে দিয়ে থাকে। কিন্তু যখন আইসিসির কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় তখন তারা মাত্র ৬০ লাখ রূপি দিতে পারে। ২০১৩ সাল থেকে ভারত দলের পৃষ্ঠপোষকতায় রয়েছে স্টার ইন্ডিয়া। ভারত দলের জার্সিতে তাদের লোগো প্রথম ব্যবহার করা হয় ২০১৪ সালে ভারতের নিউজিল্যান্ড সফরে।