ভারতের গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী।

শনিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণরেখার রাখচারকি সেক্টরে অগ্নি পোস্টে চালকবিহীন গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়।

ডন অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের প্রধান জেনারেল অসিম বাজওয়া এক টুইটে জানিয়েছেন, ভারতের ড্রোনটি আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তান সীমানায় ৬০ মিটার ঢুকে পড়ে, যা পরে পাকিস্তানি সেনাদের টার্গেটে আসে।

অসিম বাজওয়া আরো জানান, পাকিস্তানের সার্বভৌম সীমায় ঢুকে পড়ায় এটি পাকিস্তানি সেনারা ভূপাতিত করে এবং তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।

তবে এটিই পাকিস্তানের মধ্যে ভূপাতিত ভারতের প্রথম কোনো ড্রোন নয়। গত বছর জুলাই মাসে পাকিস্তান শাসিত কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার ভিম্বার সেক্টরে ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূতিপাতিত করে পাকিস্তানি সেনারা। ২০০২ সালে কাসুরে একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে পাকিস্তান। ওই সময় পাকিস্তানি সেনা কর্মকর্তারা দাবি করেন, সেটি ছিল ইসরায়েলি গোয়েন্দা ড্রোন, ভারতীয় অঞ্চল হয়ে পাকিস্তানে প্রবেশ করে।

সেনাবাহিনী বিশ্বাস করে, আকাশ থেকে ছবি নেওয়ার জন্য গোয়েন্দা ড্রোন ব্যবহার করা হয়।