ভারতের চিন্তা বাড়াতে পারেন বুমরাহ-পান্ত

ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে এসেই প্রশ্নটি শুনেছেন শুবমান গিল। ভারতের অধিনায়ক দিয়েছেন একটু কৌশলি উত্তর, ‘সময় এলে জানতে পারবেন।’ এতটুকুতে অবশ্য নিশ্চিত হওয়া যায়নি কিছু। ম্যানচেস্টার টেস্টে অবশ্য জাসপ্রীত বুমরাহ ও ঋষভ পান্ত দুজনকে নিয়েই শঙ্কা। আবার পাওয়া যেতে পারে দুজনকেই।

লর্ডসে সোমবার শ্বাসরুদ্ধকর ম্যাচে ২২ রানে জিতেছে ইংল্যান্ড। পাঁচ ম্যাচের অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতেও ২-১ ব্যবধানে এগিয়ে গেছে। বাকি দুটি টেস্ট ভারতের কাছে বাড়তি কিছু। কোনো একটি হারলেই হাতছাড়া হবে ট্রফি। গিল ব্রিগেড সেটি হতে দিতে চাইবেন না। তেমন প্রত্যয়ও শুনিয়েছেন ভারতের অধিনায়ক।

তবে ২৩ জুলাই শুরু হওয়া ম্যাচে বুমরাহকে পাওয়া নিয়ে শঙ্কা বড় হয়েছে। মূলত পাঁচ টেস্টের মাঝে তিনটি খেলার কথা তারকা পেসারের। দুটি ইতোমধ্যে খেলে ফেলেছেন। বাকি টেস্টটি ম্যানচেস্টারে নাকি দ্য ওভালে খেলবেন? গিল দিয়েছিলেন সোজাসাপ্টা উত্তর, ‘সময় আসলে দেখতে পাবেন।’
লর্ডসে ৪৩ ওভার বল করেছেন বুমরাহ। নিয়েছেন ফাইফার সহ সাত উইকেট। খুব একটা অস্বস্তিতে ভোগেননি এই তারকা। তবে অনেকের ধারণা, পরের টেস্ট শুরু হতে যেহেতু আট দিনের মতো বাকি সেক্ষেত্রে বুমরাহ নিজেই একবার চ্যালেঞ্জ নেবেন। সিরিজ বাঁচানো টেস্টে গিলের যে বুমরাহকে ব্ড্ড দরকার পড়তে পারে।

পরের টেস্টের আগে চোটে পড়া পান্তকে নিয়েও বেশ আলোচনা। লর্ডসে কিপিং করতে গিয়ে চোটে পড়েছিলেন। বাকি সময়ে কিপিং করেননি, ব্যাটিং করেছিলেন। তাই শঙ্কা জেগেছে ম্যানচেস্টারে পান্ত কি থাকবেন? অধিনায়ক গিল বলেছেন, ‘ঋষভের স্ক্যান হয়েছে। ওর চোট গুরুতর নয়, আশা করছি চতুর্থ টেস্টের আগে ও সুস্থ হয়ে উঠবে।’