বিনোদন ডেস্ক : ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। তবে প্লেব্যাক গায়িকা হিসেবেও রয়েছে তার খ্যাতি।
এবার কাথি সানডাই শিরোনামের একটি সিনেমার গান গাইবেন তিনি। আর এ গানে ঠোঁট মেলাবেন এবং নাচবেন আরেক জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া।
একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, সিনেমাটির গানের জন্য শ্রুতিকে প্রস্তাব দেওয়া হলে তিনি সম্মতি জানান। খুব শিগগিরই গানের রেকর্ডিং শুরু হবে। অন্যদিকে তামান্নার জন্যও এটি বিশেষ একটি গান এবং খুব জাঁকজমকভাবে গানটির শুটিং করা হবে।
সিনেমাটি পরিচালনা করছেন সুরাজ। তিনি মনে করেন গানটির জন্য শ্রুতিই উপযুক্ত। গানটির সংগীতায়োজন করেছেন হিপহপ তামিঝা। আগামী দিওয়ালিতে মুক্তি পাবে সিনেমাটি।
শ্রুতি হাসান এখন ব্যস্ত রয়েছেন সিংহাম-থ্রি সিনেমার শুটিং নিয়ে। এছাড়া বাবা কমল হাসানের সঙ্গে সুভাস নাইড়ু নামের একটি সিনেমায় অভিনয় করছেন তিনি।