ভারতের জম্মু ও কাশ্মিরে তিন সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের কুপওয়ারা জেলার এক সেনা ক্যাম্পে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় এক কর্মকর্তাসহ তিন সেনা সদস্য নিহত হয়েছে। এ সময় দুই বিচ্ছিন্নতাবাদী সেনাদের গুলিতে নিহত হয়েছে।

বৃহস্পতিবার ভোরে কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার (সীমান্ত) কাছে ওই ক্যাম্পটিতে এ হামলা চালানো হয় বলে এনডিটিভি জানিয়েছে।

বিচ্ছিন্নতাবাদীরা ভোর ৪টার দিকে হামলা চালায়। তারা গুলি ছুড়তে ছুড়তে সেনা ক্যাম্পটিতে প্রবেশের চেষ্টা করে। দুপক্ষের মধ্যে প্রায় চার ঘন্টা গুলি বিনিময় হয়েছে। হামলাকারীরা আত্মঘাতী হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সেনাবাহিনী জানিয়েছে, গোলাগুলি থামার পর তল্লাশি অভিযান শুরু হয়েছে। আক্রান্ত সেনা ক্যাম্পটি গোলন্দাজ বাহিনীর ঘাঁটি ছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছর জম্মু ও কাশ্মিরের উরি এলাকায় একই কায়দায় চালানো হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হয়। হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল বলে দাবি করেছিল ভারত।