নিউজ ডেস্ক : ভারতের টিভি চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে নিবন্ধন প্রক্রিয়া গ্রহণের জন্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সুপারিশ গত দু’বছরেও আলোর মুখ দেখেনি। ফাইলবন্দি হয়ে আছে তার সুপারিশ।
ফলে টিভি চ্যানেলের অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বৈষম্য আজো দূর হয়নি।
টিভি অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর করতে বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমদকে একটি চিঠি দিয়েছিলেন অর্থমন্ত্রী। চিঠির অনুলিপি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোসকে দিয়েছিলেন।
বানিজ্যমন্ত্রীকে লেখা চিঠিতে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে বিদেশি চ্যানেলের সম্প্রচার প্রায় অনিয়ন্ত্রিত আছে। ভারতের সব টিভি চ্যানেল এখানে সম্প্রচার করতে পারে কিন্তু আমাদের কোন টিভি চ্যানেল ভারতে যেতে পারে না। এজন্য আমি তথ্য মন্ত্রণালয়কে পরামর্শ দিই যে, ভারতের চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে একটি নিবন্ধন প্রক্রিয়া চালু করা হোক। এই কাজটি শুরু হয়েছে। আপনার মন্ত্রণালয়কে এদিকে নজর দেবার জন্য দৃষ্টি আকর্ষন করছি।’
মন্ত্রী আরো বলেন, ‘আর একটি বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখানে যে কোন প্রতিষ্ঠান যে কোন টেন্ডারের বিপরীতে সরবরাহ করার জন্য প্রতিযোগিতা করতে পারে। বিদেশি কোম্পানি এজন্য সরাসরি দরপত্র দাখিল অথবা কোন ব্যক্তি অথবা এজেন্টকে দিয়ে তাদের কাজ সম্পন্ন করে। অন্যদিকে দেশি ইনডেনটররা এ রকম সরবরাহ করতে গিয়ে নানা ধরনের ফি, কর ইত্যাদি প্রদান করে থাকে।’
এবিষয়ে অর্থমন্ত্রী চিঠিতে বলেন, যে প্রতিষ্ঠানই আমাদের কোন দরপত্র আহ্বানে সাড়া দিতে চায় তাকে নিবন্ধিত হতে হবে অথবা এজেন্টকে নিবন্ধিত হতে হবে।
বর্তমানে ভারতের ৩২টি পে চ্যানেল এবং আটটি ফ্রি চ্যানেল বাংলাদেশে সম্প্রচারিত হচ্ছে। বাংলাদেশের কোন চ্যানেলই ভারতে সম্প্রচারিত হয় না। ভারত সরকারে কাছে বার বার ধর্না দিয়েও সেদেশে বাংলাদেশের কোন একটি চ্যানেলের সম্প্রচার নিশ্চিত করা যায়নি। ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য বাংলাদেশের চ্যানেল ভারতে সম্প্রচারের ক্ষেত্রে কোন আইনি বাধা নেই।
সূত্র জানায়, ভারতীয় কর্তৃপক্ষ কোন বাধা নেই বললেও তারা বিদেশি টিভি চ্যানেল প্রদর্শনের ক্ষেত্রে ডাউন লিংক ফি বেশি আরোপ করে রেখেছে। এর ফলে ভারতীয় কেবল অপারেটররা আগ্রহ দেখায় না। ভারতে কোন বিদেশী চ্যানেল সম্প্রচার করতে হলে, নির্দিষ্ট নেট মুল্য দিয়ে ভারতের কোম্পানি আইন ১৯৫৬ অনুযায়ী নিবন্ধিত কোম্পানির মাধ্যমে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রনালয়ে আবেদন করতে হয়।
আর আবেদনকারী কোম্পানিকে টেলিভিশন চ্যানেল ডাউন লিংকের জন্য পাঁচ কোটি ভারতীয় রুপি এবং পরবর্তী পর্যায়ে প্রতিটি অতিরিক্ত চ্যানেল ডাউন লিংকের জন্য দুই কোটি ৫০ লাখ নেট মুল্য পরিশোধ করতে হয়।
এই মুল্য ছাড়াও ডাউন লিংক অনুমতি মঞ্জুরের সময় দশ লাখ ভারতীয় রুপি ফি দিতে হয়। এছাড়া বিদেশ থেকে আপ লিংক করা প্রতিটি চ্যানেলের ডাউন লিংকের জন্য বার্ষিক ফি হিসেবে ১৫ লাখ রুপি দিতে হয়। ডাউন লিংকের নিবন্ধন ও অনুমতি দশ বছর বহাল থাকে।
সূত্র জানায়, বাংলাদেশে ভারতীয় চ্যানেল সম্প্রচারের ক্ষেত্রে কোন নীতিমালাই নেই। ডাউন লিংক ফি মাত্র দেড় লাখ টাকা। দুবছর আগে এই ফি তিন লাখ করার প্রস্তাব আইন মন্ত্রনালয়ে ভেটিং এর জন্য পাঠানো হয়েছিলো। এরপর সে বিষয়ে কোন অগ্রগতি হয়নি।
সম্প্রতি হাঙ্গেরি সফর শেষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে তুলে ধরলে তিনি উল্টো প্রশ্ন রেখে বলেন, ইন্ডিয়া বাংলাদেশের চ্যানেল নেয় না। তাহলে আমরা কেন হুমরি খেয়ে পড়ি? প্রধানমন্ত্রী বাংলাদেশে বিদেশি চ্যানেল সম্প্রচারে ফি নিয়েও প্রশ্ন তোলেন। এক্ষেত্রে ভারতের চেয়ে আমাদের দেশে ‘ফি’ এত কম কেন তা জানে না বলে যানান।
সাধারন ভাবে প্রশ্ন জাগে অর্থমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করা, ফি বাড়ানোর প্রস্তাব আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে গিয়ে আটকে থাকা আর প্রধানমন্ত্রীকে কার স্বার্থে কারা অন্ধকারে রেখেছেন? যে কারণে ভারতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো প্রবেশ করতে না পারলেও বাংলাদেশে ভারতীয় চ্যানেলগুলো অবাধে প্রদর্শন করা হচ্ছে।