ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠি। অভিষেক চলচ্চিত্রে অভিনয় করেই আলোচনার জন্ম দেন তিনি।

তামিল ও তেলেগু ভাষার একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন আনুশকা। চরিত্রের প্রয়োজনে নিজেকে অসংখ্যবার ভেঙেছেন তিনি। তার রূপের জৌলুস আর অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়েছেন দর্শক। অসাধারণ অভিনয়ের জন্য তিনি পেয়েছেন অসংখ্য পুরস্কার।

আনুশকা অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- সুপার, নন্দিনী, ভিক্রমারকুডু, রেন্ডু, আস্ট্রাম, অরুন্ধতি, ডন, বাহুবলি : দ্য বিগিনিং  প্রভৃতি। বর্তমানে তিনি বাহুবলি : দ্য কনক্লুশন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।