ভারতের দার্জিলিংয়ে সংঘর্ষে গোর্খা জনমুক্তি মোর্চার তিন সমর্থক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দার্জিলিংয়ে সংঘর্ষে গোর্খা জনমুক্তি মোর্চার তিন সমর্থক নিহত হয়েছে। শনিবার মোর্চার পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে কয়েক হাজার মোর্চা সমর্থক সিংমারিতে অবস্থান নেয়। পরে তারা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙ্গে ফেলে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ শুরু করে। জবাবে পুলিশকে লক্ষ্য কের পাহাড় থেকে ঢিল ও পেট্রোল বোমা ছোড়ে মোর্চা সমর্থকরা। এসময় তারা পুলিশের ছয়টি গাড়ি পুড়িয়ে দেয়। মোর্চার অভিযোগ, তখনই পুলিশ অন্তত ১০ রাউন্ড গুলি চালায় আর তাতেই তিনজনের মৃত্যু হয়। সিংমারি ছাড়াও পাতলেবাস, লেবং, ঘুম, মানেভঞ্জন ও ঘুমভঞ্জন এলাকায় সহিংস বিক্ষোভ করেছে মোর্চা।

গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য বিনয় তামাং বলেছেন, ‘পুলিশের গুলিতে আমাদের তিন সমর্থক নিহত হয়েছে।’

এর আগে মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ দিনের শেষে ভিডিও বার্তায় দাবি করেছেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি চালানোয় তাদের চার কর্মীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নারী রয়েছে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুলিশ গুলি চালায়নি।

রাজ্য পুলিশের আইজি (আইনশৃঙ্খলা) অনুজ শর্মা বলেছেন, ‘হামলাকারীরাই ইট-পাথর-বোতল ছোড়ার ফাঁকে গুলি-বোমা ব্যবহার করেছে বলে সন্দেহ।’