ভারতের নাগরিকত্ব লাভের পর প্রথমবার ভোট দিলেন অক্ষয় কুমার

বিনোদন ডেস্কঃ ভারতের নাগরিকত্ব পাওয়ার পর প্রথমবার ভোট দিয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। পঞ্চম দফায় মুম্বাইয়ের ১৩টি আসনে আজ ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। সকাল সকাল জুহুর একটি বুথে গিয়ে ভোট দেন এই জনপ্রিয় অভিনেতা।

ভোটদানের পর ভারতীয় সংবাদমাধ্যমকে অক্ষয় কুমার বলেন, ‘আমি চাই আমার দেশ আরও শক্তিশালী হোক। সেই বিষয়টি মাথায় রেখেই ভোট দিয়েছি।’

২০২৩ সালে স্বাধীনতা ভারতের নাগরিক হয়েছিলেন অভিনেতা অক্ষয় কুমার। ২০১৯ সালে ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। ভারতীয় ছবিতে অভিনয় করলেও, ১৯৯০ সালে কানাডার নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন তিনি। এতদিন কানাডার নাগরিক ছিলেন বলে ভোট দিতেন না অভিনেতা।

আজ সকালে মুম্বাইয়ে ভোটদান করেছেন ফারহান আখতার, জোয়া আখতার, জাহ্নবী কাপুর, রাজকুমার রাও সহ একাধিক বলিউড তারকা।

সূত্র: আজকাল