ভারতের পর এবার নতুন নোটের উত্তাপ ছড়িয়েছে ইংল্যান্ডে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পর এবার নতুন নোটের উত্তাপ ছড়িয়েছে ইংল্যান্ডে। তবে এটি বিশাল অংকের নোট পরিবর্তনের উত্তাপ নয়। সম্প্রতি বাজারে ছাড়া নতুন পাঁচ পাউন্ডের নোটে পশুর চর্বি থাকার খবর প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নিরামিষভোজীরা।

সম্প্রতি টুইটারে এক প্রশ্নের জবাবে ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চর্বি উপাদান রয়েছে এমন পলিমার পাঁচ পাউন্ডের নোটে ব্যবহার করা হয়েছে। নতুন পাঁচ পাউন্ডের নোটটি ছাপা হয়েছে পাতলা প্লাস্টিক ফিল্মের ওপর । এটি আগের নোটের তুলনায় বেশি টেকসই ও জাল হওয়া থেকে বেশি নিরাপদ।

নোটে যে চর্বি উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত সাবান ও মোমবাতি তৈরিতে ব্যবহৃত হয়। ব্যাংক অব ইংল্যান্ডের এ জবাবের পর প্রায় ১ হাজার ৭০০ জন একটি পিটিশনে স্বাক্ষর করেছে। এতে ব্যাংক নোটে চর্বি ব্যবহারের বন্ধের দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘নতুন পাঁচ পাউন্ডের নোটে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে। এটা ইংল্যান্ডের লাখ লাখ নিরামিষভোজীর জন্য অগ্রহণযোগ্য। আমরা দাবি জানাচ্ছি, যে সব নোট আমাদের ব্যবহার করতে হয় সেগুলোতে আপনারা পশুপণ্য ব্যবহার বন্ধ করবেন।’

নিরামিষভোজীরা সরব হলেও এ ব্যাপারে কিন্তু ব্যাংক অব ইংল্যান্ড কোনো প্রতিক্রিয়া জানায়নি। আবার অনেক নিরামিষভোজী নোট ইস্যুতে এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও চর্বি ব্যবহার বন্ধের দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছে টুইটারে।