ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মেকিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিকান্ডে দুজন মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মেকিক্যাল কলেজ ও হাসপাতালে অগ্নিকান্ডে দুজন মারা গেছে।

 

শনিবার হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে।

 

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

হাসপাতালে অগ্নিকান্ডে দুজন মারা গেছে

আগুন লাগার পর রোগী ও অ্যাটেন্ডেন্ট, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। অনেকে পদদলিত হয়েছে।

 

স্বাস্থ্যবিষয়ক মুখ্য মেডিক্যাল কর্মকর্তা এস সাহা জানিয়েছেন, ‘হাসপাতালে অগ্নিকান্ড হয়েছে। দুজন মারা গেছে। এখন আগুন নিয়ন্ত্রণে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।’ তিনি আরো বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।’

 

আগুনে শিশু রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ওয়ার্ড থেকে দ্রুত তাদের বের করে আনা সম্ভব হয়েছে।