আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার গাজিয়াবাদ জেলার শাহিবাবাদে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শহীদ নগর এলাকায় অবস্থিত কারখানাটিতে শুক্রবার ভোরে আগুন ধরে যায়। ভবনটির নিচতলায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ওই সময় কারখানার ভেতরে ১৬ ব্যক্তি ঘুমিয়ে ছিল।
অগ্নিনির্বাপন বিভাগ জানিয়েছে, অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন মারা গেছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে। অপর তিনজন দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
অগ্নিনির্বাপন বিভাগের কর্মকর্তা আবুল আব্বাস হুসেইন জানিয়েছেন, ভোর ৫ টা ২০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপরই অগ্নিনির্বাপন বাহিনী দ্রুত সেখানে ছুটে যায়।