ভারতের প্রতিশ্রুতিশীল মডেল অভিনেত্রী নেহা শর্মা

বিনোদন ডেস্ক : ভারতের প্রতিশ্রুতিশীল মডেল অভিনেত্রী নেহা শর্মা। মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন তিনি। কিন্তু মডেলিংয়ের গণ্ডি ছাড়িয়ে পা রেখেছেন বড় পর্দাতেও।

টাইমস অব ইন্ডিয়ার জরিপে ভারতের ৫০ জন আবেদনময়ী নারীর তালিকায় তিনি এক নম্বরে ছিলেন। শুধু তাই নয় ২০১০ সালে দ্রুততম উঠতি অভিনেত্রীর তালিকায় নেহার অবস্থান ছিল পঞ্চম।

ভারতের একাধিক ভাষার সিনেমায় অভিনয় করছেন নেহা। শরীরি জাদু, বিশেষ করে চোখের মায়া আর অভিনয় দক্ষতায় সময়ের সঙ্গে সামনে এগিয়ে চলেছেন এই অভিনেত্রী। নেহাকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।