ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সুপার টুয়েলভের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ।

এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল। সৌম্য সরকারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে, ভারতের একাদশেও রয়েছে এক পরিবর্তন। দীপক হুডার জায়গায় দলে ফিরেছেন অক্ষর প্যাটেল।

সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলের জন্যই জয়টা গুরুত্বপূর্ণ। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে জয় পেয়েছে প্রতিবেশি দুই দেশ। দুই দলই হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

শক্তির বিচারে বাংলাদেশ থেকে অনেকটাই এগিয়ে ভারত। ম্যাচ পূববর্তী সংবাদসম্মেলনেও বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, এ ম্যাচে ভারতই ফেবারিট। আমরা জিতলে সেটি অঘটন হবে। তবে অঘটন ঘটাতে পারলে খুশিই হবো।

সাকিব ভারতকে এগিয়ে রাখলেও উল্টো সুর ভারত শিবিরে। টিম ইন্ডিয়া কোচ রাহুল দ্রাবিড় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বাংলাদেশকে সমীহ করছেন। তিনি জানিয়েছেন, ম্যাচের ফল যে কোনো কিছুই হতে পারে।