ভারতের বিপক্ষে পুনে টেস্টে একমাত্র সেঞ্চুরি করা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ

ক্রীড়া ডেস্ক : ভারতের বিপক্ষে পুনে টেস্টে একমাত্র সেঞ্চুরি করা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ২৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৯ রান করেন অস্ট্রেলিয়ান অধিনায়ক। ব্যাট হাতে এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর টেস্টে ক্যারিয়ারের সেরা ব্যাটিং রেটিং পয়েন্টে পৌঁছেছেন তিনি।

স্মিথের সেঞ্চুরি পাওয়া ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টেস্টেই ৩৩৩ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে চার ম্যাচ টেস্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অসিরা। দলের জয়ের সঙ্গে টেস্ট ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের সেরা অবস্থানে আসেন স্মিথ।

পুনে টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের পর ক্যারিয়ারের সর্বোচ্চ ৯৩৯ রেটিং পয়েন্টে পৌঁছেছেন স্মিথ। যা টেস্টে সর্বকালের সেরা ব্যাটিং রেটিং পয়েন্টের তালিকায় ষষ্ঠস্থানে নিয়ে এসেছে অসি অধিনায়ককে। ৯৬১ রেটিং পয়েন্ট নিয়ে সর্বকালের সেরা অবস্থানটি স্যার ডন ব্র্যাডম্যানের দখলে।

বর্তমানে দারুণ ফর্মে থাকা ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির চেয়ে ৬৬ পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছেন স্টিভেন স্মিথ। তার চেয়ে ৯১ পয়েন্ট পিছিয়ে ৮৪৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানটি দখলে রেখেছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট।

এদিকে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ম্যাট রেনশ’রও। আঠারো ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ৩৪তম অবস্থানে রয়েছেন তিনি। ভারতের বিপক্ষে পুনে টেস্টে প্রথম ইনিংসে ৬৮ এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ৩১ রান করেন অসি এ ওপেনার।।