ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে সেলফি তুলবেন আফ্রিদি

খেলা ডেস্কঃ ভারতে চলমান বিশ্বকাপের আজ সেই কাঙ্ক্ষিত দিন। যেটির জন্য সূচি প্রকাশের পর থেকে অপেক্ষা করছে ক্রিকেট ভক্তরা। আজ গুজরাটের আহমেদাবাদ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। আর এই ম্যাচ মাঠে গড়ানোর আগেই খানিকটা হুঁশিয়ারি দিয়ে রাখলেন পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদি।

ম্যাচকে ঘিরে গতকাল শুক্রবার অনুশীলনে ব্যস্ত সময় পার করে পাকিস্তান। মাঠে দেখা যায় আফ্রিদিকেও। এক পর্যায়ে মাঠে থাকা কয়েকজন গণমাধ্যমকর্মী তার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই সেলফি তুলব। তবে, ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার পর।’

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আফ্রিদির সঙ্গে সেলফি নিতে চাওয়া মিডিয়াকর্মীদের হাসিমুখে তিনি এ কথা বলেন।

এই ম্যাচের আগে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছেন শাহিন আফ্রিদি। দুই ম্যাচে ১টি করে উইকেট নেওয়া শাহিন বিশ্বকাপে এখনো নিজের সেরাটা দেখাতে পারেননি। এশিয়া কাপে আঙুলে পাওয়া চোট তার অন্যতম কারণ হতে পারে।

গত মঙ্গলবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচে ধারাভাষ্যকার রমিজ রাজা জানিয়েছিলেন, ‘শাহিনের আঙুলে চোট আছে এবং ব্যথা নিয়ে বোলিং করছে।’ তবে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানিয়েছে, সেই চোট কাটিয়ে পুরো সুস্থ হয়ে উঠেছেন আফ্রিদি।

নতুন বলে ইনিংসের শুরুতে উইকেট নেওয়ার অভ্যাস আছে শাহিন আফ্রিদির। ভারতের বিপক্ষে এ পর্যন্ত চার ম্যাচ খেলেছেন শাহিন। ২০১৮ এশিয়া কাপে প্রথম মুখোমুখি হয়ে উইকেটশূন্য ছিলেন। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের জয়ে মূল ভূমিকা ছিল শাহিনের। ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য চোটের কারণে ভারতের বিপক্ষে ভালো বোলিং করতে পারেননি। ৪ ওভারে ৩৫ রান দিয়েছিলেন। এ বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে ১০ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নিয়েছিলেন। কিন্তু ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। নতুন বলে ভারতের টপ অর্ডার আগেও ধসিয়ে দিয়েছেন শাহিন।