ভারতের ভিসা পেয়েছেন ফেরদৌস

ভারতের বিগত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচারে অংশ নিয়েছিলেন চিত্রনায়ক ফেরদৌস। এতে বেশ আপত্তি জানিয়েছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভিনদেশি হয়ে প্রচারে অংশ নেওয়ার অপরাধে ২০১৯ সালে ভারত ভ্রমণের নিষেধাজ্ঞার কবলে পড়েছিলেন ফেরদৌস। অবশেষে সেই জাটিলতা কাটল। ভারতের ভিসা পেয়েছেন এ চিত্রনায়ক। চলতি সপ্তাহে ভারতের ভিসা পেয়েছেন তিনি। দেশীয় সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ফেরদৌস নিজেই।

শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ অভিনেতা বলেন, ‘প্রায় আড়াই বছরের বেশি সময় পর ভারতের ভিসা পেয়েছি। ঈদের আনন্দ লাগছে। কারণ ১৯৯৮ থেকে নিয়মিত আমার সেখানে যাতায়াত। ভারত সরকার ও আমার কলকাতার বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা।’

তিনি আরও বলেন, ‘সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিকের মতো সিনেমায় ভিসার জন্য অভিনয় করতে পারিনি। ইতিহাসের অংশ হতে পারিনি। এই আফসোস থেকেই যাবে।’