আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের প্রতিবেশী ভারতের রাজ্যে উলফার হামলায় তিন সেনা নিহত ও চার সেনা আহত হয়েছেন।
আসামের মূল শহর গুয়াহাটি থেকে ৫৫০ কিলোমিটার দূরে তিনসুকিয়া জেলার সংরক্ষিত পেনজেরি বনাঞ্চলে শনিবার সকালে সেনাদের গাড়িবহরে অতর্কিতে হামলা চালায় উলফার সদস্যরা।
উইনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) একটি স্বাধীনতাকামী সশস্ত্র রাজনৈতিক সংগঠন। ভারত সরকারের কাছে উলফা একটি বিচ্ছিন্নতাবাদী, সন্ত্রাসী সংগঠন। আসামের স্বাধীনতার জন্য ১৯৭৯ সাল থেকে লড়াই করে আসছে উলফা। আসামে কোণঠাঁসা এ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বর্তমানে মিয়ানমার ও সীমান্তাঞ্চল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।
আসামের অতিরিক্ত পুলিশ প্রধান মুকেশ আগারওয়াল বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উলফার সদস্যরা সেনাদের গাড়িবহরে গ্রেনেড হামলা চালায়। এতে তাদের একটি জিপ ও একটি ট্রাক আঘাতপ্রাপ্ত হয়। এ সময় তিন সেনা নিহত হয় ও গুরুতর আহত হয় চার সেনা।
কর্মকর্তারা জানিয়েছেন, উড়োযানে আহতদের পার্শবর্তী সেনাঘাঁটির হাসপাতালে নেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা জানিয়েছেন, বনাঞ্চলের কারণে উলফার সদস্যরা হামলা করে পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে। তবে হামলার পরপরই বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করা হয়েছে।