ভারতের সঙ্গে যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, একাত্তরে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে আমাদের চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। বাংলাদেশ আর পাকিস্তান হওয়ার কোনো সুযোগ নেই; কিন্তু ভারত বসে নেই। ভারতীয় রাজাকারের দল আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের জন্য পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছে একবার, আর কখনই তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে না। কিন্তু স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হবে বারবার। কারণ একাত্তরে ভারত আমাদের জন্য নয়, বরং যুদ্ধ করেছে তাদের স্বার্থে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে গাজীপুর মহানগর বিএনপি নগরীতে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির হাসান উদ্দিন সরকার এসব কথা বলেন।

হাসান সরকার বলেন, নিজস্ব স্বকীয়তায় বিশ্ব দরবারে যাতে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারি সেজন্য সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী ভারত ও তাদের এ দেশীয় দোসররা সুগভীর চক্রান্তে লিপ্ত। ঐক্যবদ্ধভাবে দেশবিরোধী সব চক্রান্ত রুখে দিতে হবে।

মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি গাছা থানার বোর্ড বাজার সংলগ্ন মির্জাপুর সিএনজি পাম্প থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে বিকাল ৩টা থেকে নগরীর ৮ থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নেতৃত্বে খণ্ড খণ্ড মিছিল মির্জাপুর সিএনজি পাম্পে এসে সমবেত হয়। ফ্যাসিবাদ সরকারের পতনের ফলে দীর্ঘদিন পর বিএনপি রাজপথে প্রকাশ্য প্রাণের উচ্ছ্বাস প্রকাশ করে।

শোভাযাত্রা নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। উচ্ছ্বসিত নেতাকর্মীরা বাদ্যযন্ত্রের তালে তালে নাচে-গানে রাজপথ মাতিয়ে তোলেন।