ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয়: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয়। মঙ্গলবার বিকেলে পরিকল্পনা মন্ত্রী জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম জানান, মন্ত্রী সোমবার সন্ধ্যায় ভিয়েতনামের হ্যানয়ে দুদিনব্যাপী ভারতীয় মহাসাগর সম্মেলন, ২০১৮-এর প্রথম দিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ কথা বলেন। হ্যানয়ে শেরাটন হ্যানয় হোটেলের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের (২৫-২৬ মে, ২০১৮) কথা উল্লেখ করে বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের সঙ্গে বহুবিধ সম্পর্ক গড়ে তুলতে প্রকৃতপক্ষে ভাল সম্পর্ক, বিশ্বাস, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে নীতি গ্রহণ করেছে। বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের অকৃত্রিম বন্ধুসুলভ সহযোগিতার কথা উল্লেখ করে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের গভীরতম সময়কে স্মরণ করেন। পরিকল্পনামন্ত্রী আলোচনায় জ্বালানি খাতে সহযোগিতার কথা উল্লেখ করেন এবং আশা ব্যক্ত করেন ভারত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অর্জনে সহযোগিতা অব্যাহত রাখবে। নতুন বিদুৎ উৎপাদন প্রকল্পগুলোর জন্য পশ্চিমবঙ্গ ও ভারতের পূর্বাঞ্চলীয় অংশ থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে চলমান আলোচনার বিষয়ে আলোকপাত করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ ভারতের সহযোগতিায় নেপাল ও ভূটানের সঙ্গেও বিদ্যুৎ খাতে সহাযোগীর সম্পর্ক গড়তে যাচ্ছে। বাংলাদেশ ভারত ও ভূটানের মধ্যে জলবিদুৎ খাতে যে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে শীঘ্রই সেটা চুক্তিতে পরিনত হবে। বাংলাদশে, ভুটান, ভারত ও নেপালের মধ্যকার চার দেশীয় পরবিহন নেটওর্য়াক (বিবিআইএন)-এর সাম্প্রতিক সফলতার কথা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বিবিআইএন দেশশগুলোর অর্থনীতিতে নবধারার সঞ্চার করে পারস্পরকি সম্পর্কে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। চার দেশীয় পরিবহন নেটওয়ার্ক গঠনের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে অভিন্ন পরিবহন নেটওয়ার্ক। উপ-আঞ্চলকি সম্প্রীতি ও সৌহার্দ্যর বন্ধন দৃঢ় করতে বিবিআইএন মোটর ভেহিক্যাল এগ্রিমেন্ট পারস্পরিক সম্পর্কে যোগ করতে যাচ্ছে নতুন মাত্রা। তিনি সুষমা স্বরাজকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ককে আরো বেশী ফলপ্রসু করার জন্য সকল প্রকার বাধামুক্ত করার অনুরোধ করেন এবং অসম বাণিজ্য ঘাটতি ও শুল্ক বাধা দূর করে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ একটি সুষম পদ্ধতিতে বৃদ্ধির প্রস্তাব দেন যাতে দুদেশই লাভবান হবে। পরিকল্পনামন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের আলাচনায় রোহিঙ্গা সমস্যাটিও স্থান পায়। ভারত এই দীর্ঘমেয়াদী রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করবে এবং এই সমস্যা সমাধান করতে মিয়ানমারের প্রতি কার্যকর চাপ প্রয়োগ করে দ্রুত শর্তহীন প্রত্যাবর্তন নিশ্চিত করতে নিরাপদ, টেকসই ও মহৎ উদ্যোগ গ্রহণ করবে বলে পরিকল্পনামন্ত্রী দৃঢ় বিশ্বাসের সাথে আশা প্রকাশ করেন।