ভারতের হোয়াইটওয়াশ এড়ালেন রোহিত-কোহলি

অস্ট্রেলিয়া সফরে টানা দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া করে ভারত। শনিবার ছিল ভারতের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।

চ্যালেঞ্জিং এই ম্যাচে ১৬৮ রানের জুটি গড়ে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি; হোয়াইটওয়াশের লজ্জা থেকে মুক্তি দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি।

তৃতীয় ওয়ানডেতে ভারতের ৯ উইকেটের জয়ে অবিশ্বাস্য বোলিং করেন হারসিত রান। তরুণ এই পেসারের কারণেই অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল ৪৬.৪ ওভারে ২৩৬ রানে অলঅউট হয়। হারসিত রানা ৮.৪ ওভারে ৩৯ রানে ৪ উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে ১০.২ ওভারে ৬৯ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার শুভমান গিল। ভারতীয় দলের এই নতুন অধিনায়খ ২৬ বলে ২৪ রান করে ফেরেন।

এরপর দলের হাল ধরেন সাবেক সাবেক এই দুই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। তারা ১৭০ বলে ১৬৮ রানের অবিছিন্ন জুটি গড়ে ৬৯ বল আগেই দলকে ৯ উইকেটের বড় জয় উপহার দেন।

দলের জয়ে ১২৫ বলে ১৩টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ১২১ রান করেন রোহিত। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের ২৭৬তম ম্যাচে ৩৩তম সেঞ্চুরি।

বিরাট কোহলি ৮১ বলে ৭টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন।