
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে যাওয়ার অভিযোগে ১৭ জন বাংলাদেশি ও তাদের সহায়তা করার অভিযোগে দুজনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।
বুধবার (১০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিয়ে ৫৮ বিজিবির সদস্যরা দেশের অভ্যন্তরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ১১ জন পুরুষ, ছয়জন নারী ও দুই শিশু রয়েছে। আটককৃতরা খুলনা, যশোর, নড়াইল, কুষ্টিয়া ও বাগেরহাট জেলার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে দুটি ইজিবাইক জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩-এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও তাদের সোপর্দ করেছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পরিচালক কামরুল আহসান বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে এক বার্তায় এসব তথ্য জানান।