
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা টিকা দেওয়ার রেকর্ড গড়ল ভারত। গত শুক্রবার দেশটিতে একদিনে ২০ লাখ ৫৩ হাজার মানুষকে টিকা দেওয়া হয় বলে জানিয়েছে ভারত। এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মানুষকে দেওয়া হয়েছে। ভারতের রাজ্য উত্তর প্রদেশে দেওয়া হয়েছে সব থেকে বেশি টিকা। প্রায় একদিনে শুক্রবার ৩ লাখ ৩০ হাজার মানুষকে টিকা প্রদান করা হয়েছে এই রাজ্যে।
ভারতে এ পর্যন্ত যত মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে তার মধ্যে উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান, গুজরাট, বিহার, কেরালা এবং কর্ণাটক, এ আট রাজ্যেই দেওয়া হয়েছে ৭৪ শতাংশ টিকা। শনিবার সন্ধ্যা পর্যন্ত গোটা ভারতে মোট ২ কোটি ৯১ লাখ ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।
ষাট বছর বা তার বেশি বয়সী মানুষদের মধ্যে ৭৮ লাখ ৬০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আর ৪৫ থেকে ৫৯ বছর বয়সী মানুষদের মধ্যে যারা আগে থেকে অন্য কোনো জটিল রোগে আক্রান্ত তাদের মধ্যে ১৩ লাখ ৮০ হাজার জনকে ইতোমধ্যে দেওয়া হয়েছে টিকা। শনিবার সন্ধ্যা পর্যন্ত ভারতে মোট যে ২ কোটি ৯১ লাখ টিকা দেওয়া হয়েছে তার ৩১ দশমিক ৭ শতাংশই দেওয়া হয়েছে এই দুই গ্রুপকে।
ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকা দুটি প্রয়োগ করছে ভারত। তবে শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, আরও ছয়টিরও বেশি টিকা পাইপলাইনে রয়েছে, শিগগিরই সেগুলো প্রয়োগ শুরু হবে। তিনি আরও বলেন, ভারত এ পর্যন্ত দুটি টিকা তৈরি করেছে, যা ৭১টি দেশে দেওয়া হয়েছে। আরও অনেক দেশ এখন টিকা চাচ্ছে, আর এ দেশগুলো ছোট কোনো দেশ নয়.. কানাডা, ব্রাজিলসহ উন্নত অনেক দেশও এই টিকা প্রয়োগ করছে।
ভারতে মোট যে ২ কোটি ৯১ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে এর মধ্যে ৫৩ লাখ ১২ হাজার হলো দ্বিতীয় ডোজ; যা দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী ও সম্মুখসারির করোনা যোদ্ধাদের। শুক্রবার একদিনে সর্বোচ্চ টিকা দেওয়ার আগের তিনদিন মহাশিবরাত্রির কারণে টিকা দানে ধীরগতি ছিল ভারতে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।