ভারতে করাচি বেকারিতে বিজেপি কর্মীদের ভাঙচুর

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শনিবার (১০ মে) তেলেঙ্গানার হায়দ্রাবাদে করাচি বেকারির একটি আউটলেটে ভাঙচুর চালিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আরজিআই বিমানবন্দর থানা এলাকার শামশাবাদ শাখায় স্থানীয় সময় বিকেল ৩টার দিকে করাচি বেকারিতে ভাঙচুর করা হয়। গেরুয়া শাল পরিহিত ভাঙচুরকারীরা পাকিস্তানি পতাকা পদদলিত করে এবং পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দেয়।

ভিডিও ফুটেজে দেখা যায়, তারা লাঠি দিয়ে সাইনবোর্ডে আঘাত করছে, বিশেষ করে ‘করাচি’ শব্দটি লক্ষ্য করে।

উল্লেখ্য, ১৯৫৩ সাল থেকে হায়দ্রাবাদের একটি জনপ্রিয় প্রতিষ্ঠান এই করাচি বেকারি। ভারত-পাকিস্তান উত্তেজনার সময় প্রায়শই আক্রমণের শিকার হয় এই প্রতিষ্ঠান। মূলত, ‘করাচি’ নামটি ভারতের স্বাধীনতার আগে প্রতিষ্ঠাতার নিজ শহরকে নির্দেশ করে। বছরের পর বছর ধরে বারবার আক্রান্ত হওয়ার পরও, বেকারিটি তার প্রতিষ্ঠাতার শিকড়ের প্রতি শ্রদ্ধা রেখে নাম পরিবর্তন করেনি।