ভারতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পাঞ্জাবে করোনা ভাইরাস সংক্রমণের ফলে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এ তথ্য জানা যায়।
খবরে বলা হয়, মৃত ওই ব্যক্তির বয়স ৭২ বছর। তিনি সপ্তাহ দুই আগে ইতালি হয়ে জার্মানি থেকে ফেরেন। সম্প্রতি বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। সে সময় তার করোনা ভাইরাস পজিটিভ আসে।