ভারতে ট্রাক-বাসের ভয়াবহ সংঘর্ষে দগ্ধ হয়ে ১৭ জনের মৃত্যু

ভারতের কর্নাটকে ভয়াবহ দুর্ঘটনায় আগুনে পুড়ে অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৬ জন।

বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজ্যের চিত্রাদূর্গা জেলার মহাসড়কে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান, হিরিউরের দিক থেকে বেঙ্গালুরুমুখী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উল্টোদিকের লেনে ঢুকে পড়ে। সেখানেই সেটি সজোরে ধাক্কা মারে বাসটিকে। সংঘর্ষের মুহূর্তেই বাসে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দুর্ঘটনার সময় বাসে থাকা যাত্রীদের অনেকেই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকজন বেরিয়ে আসার সুযোগ পাননি। এতে ঘটনাস্থলেই ১৭ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরও কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হিরিয়ুর ও চিত্রদুর্গের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে দমকল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে সরকার।