ভারতে ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে ৪০ জন আহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শিয়ালদহ-আজমির এক্সপ্রেস ট্রেনের ১৫টি বগি লাইনচ্যুত হয়ে ৪০ জন আহত হয়েছেন।

উত্তর প্রদেশের কানপুর দেহাটের রুরা-মেথার মধ্যে বুধবার ট্রেনটি লাইনচ্যুত হয়। এর ফলে কানপুরে ট্রেন যোগাযোগে সাময়িক বিপর্যয় দেখা দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

কানপুর থেকে ৫০ কিলোমিটার দূরে বুধবার ভোর ৫টা ২০ মিনিটে শিয়ালদহ-আজমির এক্সপ্রেসের ১২৯৮৮ নম্বর ট্রেনটি দুর্ঘটায় পড়ে।

জেলা প্রশাসন ও রেলওয়ের কর্মকর্তারা উদ্ধারাভিযানে অংশ নিয়েছে। পার্শ্ববর্তী এটওয়াহ ও কানপুর শহর থেকে উদ্ধারকর্মীদের আনা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত এ ঘটনায় কেউ মারা যাননি।

রেলওয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভূ জানিয়েছেন, আহতদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে। তা ছাড়া দুর্ঘটনা কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

মন্ত্রী আরো বলেন, আহত যাত্রীদের অর্থ সহায়তা দেওয়া হবে। সব যাত্রীকে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।