ভারতে বাড়ছে মৃত্যুর মিছিল

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। প্রতিদিন ভেঙে যাচ্ছে পূর্বের সব সংক্রমণের রেকর্ড। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ২ হাজার ৮শ’য়ের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

আগের সব রেকর্ড ছাড়িয়ে গত একদিনে ৩ লাখ ৫৫ হাজারের বেশি মানুষের দেহে মিলেছে করোনাভাইরাস। এখন পর্যন্ত দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৮ লাখ ১৪ হাজারেরও বেশি। এক সপ্তাহেই সাড়ে ২২ লাখের মতো নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে যা বিশ্বে মহামারির শুরু থেকে এক সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির ক্ষেত্রে রেকর্ড।

গত ৭ দিনে মৃত্যুহার বেড়েছে ৮৯ শতাংশ। রোববার কেবল মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮৩২ জনের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৬ হাজারের বেশি। কোভিডে ভারতের মোট প্রাণহানি ছাড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার। আক্রান্ত ১ কোটি ৭৩ লাখের বেশি।