আন্তর্জাতিক ডেস্কঃ হটস্পট ও রেড জোন এলাকায় একই রকম কড়াকড়ি থাকবে বলে মুখ্যমন্ত্রীদের সঙ্গে সোমবার ভিডিও কনফারেন্সে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় হটস্পটগুলোয় কড়াকড়ি বজায় রাখার পক্ষে মত দিয়েছে। আনন্দবাজার ও এনডিটিভি।
ভারতে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নাগালের বাইরে চলে না গেলেও হটস্পটগুলো নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ওই সব এলাকায় এখনও সংক্রমণের হার বাড়ছে।
ভিডিও কনফারেন্সে মোদি ৩ মে’র পরের পরিকল্পনা ছকে রাখার জন্যও মুখ্যমন্ত্রীদের বলেছেন। মুখ্যমন্ত্রীরা এদিন প্রধানমন্ত্রীর কাছে আর্থিক প্যাকেজ দাবি করেন। মোদি তাদের আশ্বস্ত করেন।
যেসব এলাকায় লকডাউন উঠে যাবে, সেখানকার কী পরিকল্পনা, সে বিষয়ে মুখ্যমন্ত্রীদের কাছে জানতে চেয়েছিলেন মোদি। এতে অধিকাংশ মুখ্যমন্ত্রী এখনই গণপরিবহন চালু না করার কথা বলেছেন। পাশাপাশি স্কুল-কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল বন্ধ রাখা এবং ধর্মীয় বা যে কোনো ধরনের জমায়েতের ওপরও নিষেধাজ্ঞা জারি রাখার পক্ষে মত দেন মুখ্যমন্ত্রীরা।
নরেন্দ্র মোদি তাদের বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণের তীব্রতা অনুযায়ী রেড, গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করে লকডাউন তোলার পরিকল্পনা সাজাতে হবে। রেড জোনগুলোকে ধীরে ধীরে গ্রিন এবং অরেঞ্জ জোনকে সংক্রমণমুক্ত এলাকায় পরিণত করার চেষ্টা করতে হবে।
২০ এপ্রিল থেকে আর্থিক কর্মকাণ্ডে ছাড় দেয়া হয়েছে। তার পর রোববার ছোট দোকানপাট খুলতেও ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সূত্রের খবর, প্রধানমন্ত্রী এদিন সেই সব বিষয়ে খোঁজখবর নিয়েছেন। পাশাপাশি সর্বত্র সামাজিক দূরত্বের নিয়ম মেনে চলার কথাও বলেছেন মুখ্যমন্ত্রীদের।
বৈঠকে হাজির মুখ্যমন্ত্রীদের সূত্রে জানা গেছে, অধিকাংশ রাজ্যের মুখ্যমন্ত্রীই আর্থিক প্যাকেজের দাবি করেছেন। প্রধানমন্ত্রী সরাসরি সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না জানালেও আশ্বস্ত করে বলেছেন, আর্থিক দিক দিয়ে চিন্তা করবেন না। আমাদের অর্থনীতি ভালো জায়গায় রয়েছে।
লকডাউনের জেরে বিদেশে আটকে পড়েছেন বহু ভারতীয়। তাদের উদ্ধারের বিষয়েও এদিন মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আটকেপড়া ভারতীয়দের উদ্ধারের বিষয়টি অবশ্যই প্রাধান্য দেয়া হচ্ছে। কিন্তু তাদের মাধ্যমে যাতে তাদের পরিবার বা অন্য কারও সংক্রমণ না ছড়ায়, সে দিকেও খেয়াল রাখতে হবে। এদিনের বৈঠকে হাজির ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।