ক্রীড়া ডেস্ক : ভারতে সাদা পোশাকে সময়টা খুব খারাপ যাচ্ছে ইংল্যান্ডের। এরই মধ্যে ৫ ম্যাচের টেস্ট সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। প্রথম টেস্ট ড্রয়ের পর পরবর্তী ৩ টেস্টে মাথা তুলে দাঁড়াতে পারেনি সফরকারীরা। শেষ টেস্ট অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে।
তবে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেতে হয়েছে ইংল্যান্ডকে। চেন্নাইয়ে আগামীকাল (শুক্রবার) থেকে পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে। ইনজুরির কারণে এ টেস্ট খেলতে পারবেন না ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। অধিনায়ক অ্যালিস্টার কুক ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ইনজুরি আহামরি বড় নয়! শরীরে ব্যাথা থাকায় তাকে সরিয়ে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। চতুর্থ টেস্ট চলাকালিন শরীরে ব্যাথা অনুভব হচ্ছিল অ্যান্ডারসনের। ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রামে পাঠিয়েছে টিম ম্যানেজম্যান্ট। কুক সংবাদ সম্মেলনে এ পেসারকে নিয়ে বলেন,‘জিমি পঞ্চম ম্যাচে থাকছে না। শেষ ম্যাচ থেকেই তার শরীরে ব্যাথ্যা অনুভব হচ্ছে। এজন্য তাকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না।’
প্রসঙ্গত ডান কাঁধের ইনজুরির কারণে রাজকোটে সিরিজের প্রথম টেস্টও খেলেননি অ্যান্ডারসন।


