ভারতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

পশ্চিমবঙ্গের সুখনায় বুধবার এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক সেনা কর্মকর্তার অবস্থা সংকটাপন্ন।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হলেও বিস্তারিত কিছু বলা হয়নি।

হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিধ্বস্ত হেলিকপ্টারের নাম চিতা। পাঁচ আসনবিশিষ্ট এ চিতা শ্রেণির হেলিকপ্টার উচ্চক্ষমতাসম্পন্ন। ভারী সরঞ্জাম নিয়ে, অপেক্ষাকৃত অধিক উচ্চতায় প্রতিকূল পরিবেশে অভিযান চালাতে চিতার জুড়ি নেই বলে জানিয়েছে হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান।

এ প্রতিষ্ঠান আরো জানিয়েছে, অধিক উচ্চতায় অভিযান পরিচালনার ক্ষেত্রে চিতার সক্ষমতা বিশ্বের যেকোনো হেলিকপ্টারের চেয়ে বেশি।