ভারতে হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার লুট

আন্তর্জাতিক ডেস্কঃ মহামারি করোনার মাঝে ভারতে একটি হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার লুটের ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশের একটি হাসপাতালে রোগীদের সরবারাহের জন্য স্টোরেজ করা অক্সিজেন সিলিন্ডারগুলো লুট করে নিয়ে যায় রোগীর স্বজনরা। তাদের বাঁধা দিতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হয়েছেন অনেক নিরাপত্তাকর্মী।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের সরবরাহের জন্য নামানো হচ্ছিলো অক্সিজেন সিলিন্ডার গুলো। এসময় বেশ কিছু সিলিন্ডার লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবিতে কর্মবিরতিতে যাওয়ার হুশিয়ারী দেয় স্বাস্থ্যকর্মীরা। যদিও ভারতের হাসপাতাল গুলোতে অক্সিজেনের তীব্র সংকট তৈরি হওয়ায় শিল্প কারখানাতে সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।