ভারত উপকূলে আছড়ে পড়েছে নিসর্গ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় নিসর্গ। আগামী তিন ঘণ্টা এর তাণ্ডব চলবে মনে করা হচ্ছে। দু’ সপ্তাহের ব্যবধানে ভারত আঘাত হানা দ্বিতীয় ঘূর্ণিঝড় এটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়, গত ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে মুম্বাইয়ে আঘাত হানা প্রথম ঘূর্ণিঝড় এটি।

মঙ্গলবার (২ জুন) দুপুরে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) মহারাষ্ট্র ও গুজরাট রাজ্য দু’টির বেশ কয়েকটি জেলায় উচ্চ সতর্কতা জারি করে। মুম্বাইয়ে উচ্চ জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করা হয়। সমুদ্র সৈকতসহ মুম্বাইয়ের উপকূলবর্তী অঞ্চলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

ঘূর্ণিঝড় নিসর্গের প্রভাবে বুধবার সকাল থেকে মুম্বাই থেকে ৫৮০ কিলোমিটার দূরে গোয়ায় ভারী বৃষ্টিপাত হচ্ছে।