ক্রীড়া ডেস্ক : বিরাট কোহলি ও জয়ন্ত যাদবের অসাধারণ ব্যাটিংয়ের পর রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার দারুণ বোলিংয়ে মুম্বাইয়ে টেস্টে জয়ের পথে ভারত।
কোহলির ২৩৫, নয়ে নেমে জয়ন্ত যাদবের ১০৪ রানের সুবাদে প্রথম ইনিংসে ভারত তুলেছে ৬৩১ রান। ২৩১ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড চতুর্থ দিন শেষ করেছে ৬ উইকেটে ১৮২ রানে। ৪ উইকেট হাতে রেখে এখনো ৪৯ রানে পিছিয়ে আছে ইংলিশরা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৩১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই কিটন জেনিংসের উইকেট হারায় ইংল্যান্ড। অভিষেকে প্রথম ইনিংসে সেঞ্চুরি করা জেনিংস ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন গোল্ডেন ডাক মেরে। অভিষেকে টেস্টে সেঞ্চুরি ও ডাক মারা ইতিহাসের মাত্র চতুর্থ ব্যাটসম্যান তিনি।
চা বিরতির আগে দ্রুত অ্যালিস্টার কুক ও মঈন আলীর উইকেটও হারায় ইংল্যান্ড। জাদেজার বলে এলবিডব্লিউ হওয়ার আগে কুকের ব্যাট থেকে আসে ১৮ রান। জাদেজার এটি শততম টেস্ট উইকেট। জাদেজার বলেই মুরালি বিজয়েকে ক্যাচ দেওয়া মঈন মারেন ডাক। সফরকারীদের স্কোর তখন ৩ উইকেটে ৪৯।
চতুর্থ উইকেটে জনি বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন জো রুট। রুট তুলে নেন ফিফটি। তবে ৭২ রান করে রুট জয়ন্তর বলে এলবিডব্লিউ হয়ে গেলে ৯২ রানের জুটিও ভেঙে যায়। শেষ বিকেলে বেন স্টোকস ও জেক বলকে ফিরিয়ে ভারতকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেন অশ্বিন। বেয়ারস্টো অপরাজিত আছেন ৫০ রানে।
এর আগে চলতি বছর কোহলির তৃতীয় ডাবল সেঞ্চুরি আর জয়ন্তর সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে ভারত। ১৪৭ রান নিয়ে দিন শুরু করতে নামা কোহলি আউট হন ৩৪০ বলে ২৫ চার ও এক ছক্কায় ২৩৫ রান করে। নয়ে নামা জয়ন্ত প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে আউট হন ১০৪ রান করে। দুজন অষ্টম উইকেটে গড়েন ২৪১ রানের রেকর্ড জুটি। এদিন বেশ কিছু রেকর্ড গড়েছেন কোহলি-জয়ন্ত।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪০০
ভারত প্রথম ইনিংস:৬৩১ (কোহলি ২৩৫, বিজয় ১৩৬, জয়ন্ত ১০৪; রশিদ ৪/১৯২, রুট ২/৩১, মঈন ২/১৭৪)
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১৮২/৬ (রুট ৭৭, বেয়ারস্টো ৫০*, কুক ১৮, স্টোকস ১৮; অশ্বিন ২/৪৯, জাদেজা ২/৫৮, ভুবনেশ্বর ১/১১, জয়ন্ত ১/৩৯)।


