ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য একটি ‘পারমাণবিক’ যুদ্ধ তিনি প্রতিরোধ করেছিলেন। ‘অপারেশন সিন্ধুর’-এর পর দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন তীব্র সামরিক উত্তেজনা চলছিল, তখন তার হস্তক্ষেপেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে দাবি করেন তিনি। খবর এনডিটিভি’র।

হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে ওভাল অফিসে দায়িত্ব নেওয়ার প্রথম ৩৬৫ দিনের অন্যতম বড় সাফল্য ছিল ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করা।

ট্রাম্প বলেন, ‘আমি ১০ মাসে আটটি শেষ না হওয়া যুদ্ধ বন্ধ করেছি। পাকিস্তান ও ভারত ভয়ংকরভাবে লড়াইয়ে জড়িয়েছিল। আটটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। আমার মতে, তারা পারমাণবিক যুদ্ধের দিকেই এগোচ্ছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী তখন এখানে (ওয়াশিংটনে) ছিলেন। তিনি আমাকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ১ কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন, সম্ভবত তার চেয়েও বেশি।’

হোয়াইট হাউসের দাবি

‘৩৬৫ দিনে ৩৬৫টি সাফল্য: প্রেসিডেন্ট ট্রাম্পের প্রত্যাবর্তনে সাফল্য ও সমৃদ্ধির নতুন যুগ’ শিরোনামে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, সীমান্ত নিরাপত্তা, অপরাধ দমন, অর্থনৈতিক পুনরুদ্ধার, জ্বালানি খাতে আধিপত্য ও আন্তর্জাতিক কূটনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন যুগান্তকারী সাফল্য অর্জন করেছে।

পররাষ্ট্রনীতির সাফল্যের তালিকায় ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠাকে বিশেষভাবে উল্লেখ করে দক্ষিণ এশিয়াকে এমন একটি অঞ্চল হিসেবে তুলে ধরা হয়, যেখানে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করেছে বলে দাবি করা হয়েছে।

তবে ভারত এ দাবিকে স্পষ্টভাবে অস্বীকার করেছে। নয়াদিল্লি জানিয়েছে, ২০২৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা ছিল না। ট্রাম্প একাধিকবার দাবি করেছেন যে, ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্রের চাপ এবং শুল্ক আরোপের হুমকিই উত্তেজনা প্রশমনে সহায়ক হয়েছিল। এ সময় তিনি প্রকাশ্যেই নোবেল শান্তি পুরস্কারের দাবি তুলে ধরেন, যদিও শেষ পর্যন্ত তিনি সেই পুরস্কার পাননি।

নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘প্রতিটি যুদ্ধ থামানোর জন্য আমার নোবেল পাওয়া উচিত ছিল। তবে আমি তা বলি না। আমি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচিয়েছি।’

ভারতের অবস্থান

ভারত বরাবরের মতো ট্রাম্পের এসব বক্তব্য প্রত্যাখ্যান করেছে। ভারতের দাবি, অপারেশন সিন্ধুর মাধ্যমে পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিতে হামলার পর দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগের মাধ্যমেই যুদ্ধবিরতি কার্যকর হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই পর্যটক। ওই হামলার জবাবে ভারত অপারেশন সিন্ধু চালায়, যার পরবর্তী প্রেক্ষাপটেই ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছায়।