ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা করছেঃ বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : সরকার রাষ্ট্রপতিকে ব্যবহার করে পছন্দের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বিচার বিভাগকে ন্যক্কারজনকভাবে আক্রমণ করে ও প্রধান বিচারপতির সঙ্গে বেআইনিভাবে আওয়ামী নেতারা বৈঠক করে চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়েছেন, এখন রাষ্ট্রপতিকে ব্যবহার করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগের পাঁয়তারা করছেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের অধীনে নিয়ে শুধু একজন ব্যক্তির নিয়ন্ত্রণাধীন করা।’

তিনি আরো বলেন, ‘দেশের সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপতিকে খেয়াল-খুশিমতো ৯৭ অনুচ্ছেদ ব্যবহার করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এরকম ব্যাখ্যা দিলে তো বিচার বিভাগের স্বাধীনতাই থাকে না। এ বিধানটি পৃথিবীর কোনো দেশে এখন পর্যন্ত প্রয়োগ হয়েছে, এমন নজির নেই। এই অপচেষ্টা বিচার বিভাগকে করায়ত্ব করার সরকারের আরেকটি নীলনকশা।’

বিষয়টিকে উদ্বেগ ও বিপদের কারণ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘এ ধরনের কোনো উদ্যোগ নিলে গোটা বিচার বিভাগকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হবে। ৯৭ অনুচ্ছেদের অপপ্রয়োগ এবং সংসদে বিল উপস্থাপন করে এ অনুচ্ছেদ সংশোধন সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে।’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে হাবিব উন নবী খান সোহেল, সানাউল্লাহ মিয়া, মীর সরফত আলী সপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।