
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টি ঝরছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হয়েছে। আজ রবিবার দেশের ছয় বিভাগে অতিভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু দেশেই নয়, আগামী তিনদিন উজানে ভারতের অংশেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এ সময় নদ-নদীর পানি বেড়ে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৯ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
পাউবো জানায়, আগামী ১৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং সংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ সময় উত্তরে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বাড়তে পারে। বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তা ও দুধকুমার।এতে লালমনিরহাট, নীলফামারি, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। একই সময়ে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সাময়িকভাবে প্লাবিত হতে পারে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল।
বুধবার পর্যন্ত নদ-নদীর পানি বাড়তে পারে চট্টগ্রাম বিভাগেও।এ সময় ফেনীর মুহুরী, সিলোনিয়া ও ফেনী এবং চট্টগ্রামের হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।