খুব কাছের বন্ধু, ভালবাসার মানুষ যখন অবহেলা করেন তখন সবচেয়ে বেশি দুঃখ হয়। আর তার থেকেও বেশি অসহনীয় হয়ে ওঠে পরিস্থিতি যখন বন্ধু আপনার সঙ্গে অবহেলার কারণ নিয়েও কথা বলতে চান না। আপনার সঙ্গে কি এমনটা হয়েছে? আপনি চাইছেন আবার সম্পর্ক জোড়া লাগাতে? যদি বন্ধুত্ব নষ্ট করতে না চান তাহেল এই ৮ উপায় চেষ্টা করে দেখুন।


