‘ভালোবাসার রঙ’ সিনেমার ৯ বছর পূর্তিতে স্মৃতিচারন বাপ্পীর

বিনোদন ডেস্কঃ ঢালিউডের জনপ্রিয় অভিনেতা বাপ্পী চৌধুরী। ভালোবাসার রঙ সিনেমার মাধ্যমে পা রেখেছিলেন বড় পর্দায়। প্রথম সিনেমাতেই সকলের নজর কেড়ে নিয়েছিলেন এই অভিনেতা। আজ থেকে ৯ বছর আগে এই সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেছিলেন।

আর তাইতো স্মরনীয় দিন টি কখনোই ভোলেন না তিনি। সিনেমার ৯ বছর পূর্তিতে স্মৃতিচারণ করলেন বাপ্পী। ২০১২ সালের আজকের এ দিনে (৫ অক্টোবর) ঢালিউডের বড় পর্দায় অভিষেক হয়েছিল তার। মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘ভালোবাসার রঙ’।

শাহীন সুমনের পরিচালনায় এ সিনেমায় বাপ্পীর বিপরীতে অভিনয় করেছিলেন মাহিয়া মাহি। মুক্তির পর বেশ আলোচনার জন্ম দিয়েছিল সিনেমাটি। জুটি হিসেবেও আলোচনায় এসেছিলেন বাপ্পী-মাহি।

নিজের ফেসবুকে তিনি লিখেছেন, ‘৫ অক্টোবর ২০১২। ‘ভালোবাসার রঙ’ বদলে দিয়েছিল একদম আনকোরা নতুন দুটি ছেলে-মেয়ের ভাগ্য। বাংলাদেশের প্রথম ডিজিটাল ছবি হওয়ার সুবাদে পরিবর্তন এনেছিল পুরো বাংলা চলচ্চিত্রের। জাজ মাল্টিমিডিয়া সৃষ্টি করেছিল এক নতুন অধ্যায়। আজিজ ভাইয়ের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভাষায় শেষ করা যাবে না। দেখতে দেখতে কেটে গেল নয়টি বছর’।

২০১২ সালের ৫ অক্টোবর দেশের ৫০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘ভালোবাসার রঙ’। ডিজিটাল এবং ৩৫ মিমি ফরমেটে মুক্তি দেওয়া হয়েছিল এটির। সিনেমাটিকে রেড ক্যামেরায় দেশের প্রথম ডিজিটাল সিনেমা বলা হয়।

ভালোবাসার রঙ’ সিনেমার গল্পে দেখা যায়, বাপ্পী তার বন্ধুদের নিয়ে গ্রামে দস্যিপনা করে। এক বন্ধুর সাহায্যে সামসুদ্দিন চৌধুরীর বাড়িতে ঢোকে। সেখানে চৌধুরীর নাতনী মাহিকে দেখে তার প্রেমে পড়ে যায়। মাহির প্রেম লাভের আশায় সে চৌধুরীর ছড়ি এবং মাহির চাচির প্রিয় টেপ রেকর্ডার চুরি করে। পালানোর পথে খড়ের গাদায় লুকিয়ে থাকার সময় বর্শার আঘাতে আহত হয়। আহত বাপ্পীর অবস্থা দেখে তার ভালোবাসার টান অনুভূব করে মাহি। ঘটনাক্রমে মাহিকে নিয়ে বাঁচতে নির্জন পাহাড়ে চলে যায় বাপ্পী।

এদিকে বাপ্পী বর্তমানে ব্যস্ত আছেন অনুদানের সিনেমা ‘জয় বাংলা’ সিনেমাটি নিয়ে। অধ্যাপক মুনতাসির মামুনের গল্প অবলম্বনে এটি নির্মাণ করছেন কাজী হায়াৎ। এতে বাপ্পীর বিপরীতে অভিনয় করছেন জাহারা মিতু। সিনেমা ‘দোলা’ ও ‘কামাল’ চরিত্রে দেখা যাবে তাদের।