ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস

নিজস্ব প্রতিবেদক : সকল শ্রণির মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

বুধবার সকালে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে হfজারো মানুষের ঢল নামে। তাদের পদাচরণায় মুখরিত হয়ে ওঠে বুদ্ধিজীবী প্রাঙ্গন। শিশু-বৃদ্ধসহ নানা শ্রণি-পেশার মানুষ, বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের সদস্যরা দিবসটি উপলক্ষে সকাল থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করতে থাকেন।

শ্রদ্ধা জানতে আসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, বেগম মতিয়া চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শ্রদ্ধা জানান। এর আগে শ্রদ্ধা নিবেদন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মিজানুর রহমান।

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘যুদ্ধাপরাধী যারা পালতক রয়েছে, তাদের এনে বিচার করতে হবে। তা না হলে শহীদ পরিবার শান্তি পাবে না।’

বিভিন্ন স্লোগান দিয়ে শহীদ বেদির দিকে সারিবদ্ধভাবে লোকজন এগোতে থাকেন। এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন ধরনের ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও শ্রদ্ধা নিবদনের জন্য আনা বিভিন্ন ফুলের তোড়া।

শ্রদ্ধা জানাতে আসা মানুষদের সঙ্গে কথা হলে তারা জানান, ভোর থেকেই তারা শ্রদ্ধা নিবদনের জন্য তৈরি হতে থাকেন। তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়। তাদের আত্মত্যাগ ভোলার না, বাংলাদেশ যত দিন থাকবে, তাদেরও তত দিন স্মরণ করা হবে।