
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে “ভালোবাসা” নামে ওয়েব সিরিজে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। ওয়েব সিরিজে কাজ করে দুজনেই আনন্দিত এবং তারা প্রচারের অপেক্ষায় দিন গুনছেন তারা।
এক প্রশ্নের জবাবে মম বলেন, ভাইরাসের প্রকোপ না কমা পর্যন্ত তিনি আগের মতো নিয়মিত কাজ করবেন না। তবে বিশেষ অনুরোধে স্বাস্থ্যবিধি মেনে কিছু কাজে তাকে দেখা যাচ্ছে।
কিছুদিন আগে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের সঙ্গে জুটি বেঁধে ভালোবাসা নামের ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। চার পর্বের এ সিরিজটির গল্প লিখেছেন মুনতাহা বৃত্তা ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এটি শিগ্গির প্রচারে আসবে বলে নির্মাতা জানিয়েছেন।তবে কোন প্লাটফরম থেকে আসবে সেটি নির্মাতা নিশ্চিত করেননি।
মমের সঙ্গে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, মম নিজের চরিত্রে প্রাণবন্ত অভিনয় করার চেষ্টা করেছে। তিনি নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী। তার সব সময়ই বেশ চমৎকার কাজ করেন।
এদিকে মম বলেন, ‘সুন্দর একটি গল্প লেখার জন্য নাট্যকারকে ধন্যবাদ। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করতে সব সময়ই আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া আবু হায়াত মাহমুদের নির্দেশনায় আরও বেশ কয়েকটি কাজ করেছি আমি মোশাররফ ভাইয়ের সাথে। ভালোবাসা ওয়েব সিরিজটি আশা করছি দর্শকের ভালো লাগবে।